কিছুটা ভেতরে
কিছুটা বাইরে
বাদবাকী সম্পূর্ণের।


নিশ্চিত শূন্যতা
আকাঙ্ক্ষায় প্রকৃতি বয়ে নিয়ে যায়,
অনুভূতি মায়াজালে
ঘুরে ফিরে না হারানোর কত না যন্ত্রণা!


পোড়ামুখ লিখে রেখেছে দেশকাল
স্বপ্নের রাত ফুরালে
সবাই ভাত চায়,
বাতি জ্বালানো আলোর ফেরি
জড়িয়ে ধরে বিকেলবেলা
তুমি আমি এবং আমাদের সবাইকে।


অবশ্য সবটাই আলোকরঞ্জন
শূন্য কালের আমন্ত্রণ।