অন্ধকার ভালোবাসা আর এক অন্ধকারের নিদর্শন। ছড়িয়ে পড়া আলোর মাঝে খুঁজে খুঁজে ঠিক অন্ধকার বের করে আলো না হওয়া পড়ে। সব শুনেছে মেনেছে জেনেছে ভেবেছে তাও জড়িয়ে ধরল অন্ধকার। না হলে ঘুম আসে না, ঘুম ভাঙে না, ঘুম শান্তি হয় না। আলোর খনিতে কোন কালো নেই, দিশা জ্বালানোর কোন প্রেরণা নেই, সব না পাওয়ার আশা নেই। অথচ অন্ধকারে শুধু কালো আর কালো। শিখা জ্বালানোর অদম্য নেশায় ছটপট হৃদয় আবেশ। যেন জন্ম এগোনোর পথ পাওয়া। যেন কতদিন কাকে যেন দেখিনি। তাকে চাই তাকে চাই করছে মন। পেয়েও মনে হয় এই টুকু আরো তো পাবই পাব। এই তৃষ্ণা জন বাঁচে মন বাঁচে জগ বাঁচে মহা বাঁচে আমিও বাঁচি তুমিও বাঁচো।