কাঠবুড়ো কাঠ খায় মাঠবুড়ো মাঠ
জলবুড়ো জল খায় পুকুরের ঘাট
মাছবুড়ো মাছ খায় পথবুড়ো পথ
দেখাবুড়ো শুধু দেখে নিজেদের মত।
সৎবুড়ো সৎ খায় জ্ঞানবুড়ো জ্ঞান
মদবুড়ো মদ খায় মাতালের ধ্যান
আলোবুড়ো আলো খায় কালোবুড়ো কালো
জানবুড়ো প্রাণ খায় পেট অগোছালো।


এমনি কত যে বুড়ো খায় ফল টল
মাটিবুড়ো মাটি খেয়ে চোখ ছল ছল,
মান বুড়ো মান গায় গুণবুড়ো গুণ
দুখবুড়ো সুখ খায় গায় গুনগুন।
ভুলোবুড়ো ভুলছে না সব আশপাশ
অভুক্ত বুড়োরা শুধু খায় ইতিহাস।