(১)
দোলন
-----------
শিশিরের নূপুর শব্দে
ঘুম ভেঙে যায় শীতের রাত,
তোকে কতদিন আমার মায়ের সাথে
এক দোলনায় দুলতে দেখেছি ।


(২)
স্মৃতিচিহ্ন
-----------------
ঘুম ভাঙতেই চেয়ে দেখি
কষ্ট যাত্রার বাবা প্রশান্তি
মা ভালোবাসা, সাংসারিক নকুলদানা;
এসব আমার আর কিছু নেই।


(৩)
ভিত্তিভূমি
---------
পুকুর পাড়ে দাঁড়ানো
একবুক নিঃশ্বাস,
লালিত পালিত শৈশব আমি
পূর্ব প্রযত্নের আশীর্বাদ।


(৪)
চলমান
------
মনের দেওয়ালে হাত রেখে
কাঠামো বানায় যন্ত্রী,
অনন্তে তার যাত্রাপথ।