মনের মাঝে এমন ছিল আস্ত একটা মানুষ
বুদ্ধি খেলায় অশুদ্ধি তার গড়ছে কেবল ফানুষ
অপছন্দ খুন করছে গুম করছে রঙ্গোতি প্রেম
কিছু যেন হয় নি এমন চলছে ওই নামী ভ্রেম
সুখ কিনতে শান্তি বেচে ঘরের মধ্যে কপালভাতি
দিনের আলো রাত খুঁজছে গন্ধ বকুল মন্দ সাথি
ভাবতে পারি হাত নিশপিশ খবর সদলবলে
এখনও সেই আদিম দখল মন মরেছে মোহের ছলে
কে বাঁচাবে কে বাঁচাবে মানুষটা আজ মন বিবাগী
যুগের থালায় ভোগ লালসা মত্ত মাতাল রূপ সোহাগী।