পথের সূত্রে যে পথ চলে গেছে
সেই পথে তুমি আছো, আমিও আছি
হারিয়ে যাওয়া, সে তো আর একটা
পথের মাঝে পথ পাওয়া মাঝি।


যদি কোনদিন নিজেকে হারিয়ে ফেলি
পথ নাই পথ নাই আমার আমি সত্ত্বায়
আলোর মাঝেও দিশা হবে অন্ধকার
পথ যদি ভুলে যায় তোমাকে তোমার আত্মায়।


কোনদিন দেখি নি যে পথ সেই পথে
চমক জাগায় বিদ্যুতের কোন খেলাঘর
আশা বাজিয়ে যায় মোহনবাঁশি
তোমার আমার পথের ধারে কোন পথিকবর,


সবটাই তো কোন ছলনা নয়
যার জন্য সীমানায় দিগন্ত হাসির রেখা
বেঁচে বর্তে পথ বোঝে পথিক সকল
যতদূর চলে যায় সবটাই আমাদের আমি দেখা।