ন্যায় অন্যায় গুলি মারুন
সত্যি বলছি
যে কোন ব্যাপারে আমি আরও প্রতিবাদ হতে চাই।
আমি যাদের বলেছিলাম, মানুষ মারা অন্যায়
তারা আমার চোখের সামনে পাঁচজনকে মেরে
বলেছিল - এই তো মারলাম
প্রমাণ করতে পারবি আমরা মেরেছি?
কিংবা তোকেও যদি মেরে দিই
তুই কিংবা ওরা কেউ বলে উঠবে কি?
সাক্ষ্য দেবে কি?
আইনের হোক বা উপরওয়ালার যে কোনো আদালতে
তুই যেমন ন্যায় অন্যায়ের বিচার চাইবি
আমরাও তেমনি আমাদের কাজের কৈফিয়ৎ চাইব।


আমি দেখলাম ওরা লাইন দিয়ে চলেছে
মাঠ ঘাট মরু প্রান্তর সমস্ত লোকালয়ে।
আর আমরা আমাদের হাতে হাত মিলিয়ে
মিলিয়ে যাচ্ছি দিগন্তের ওপারে।


ওরাও আমার মত গাইছে
'যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে।'
কে ঠিক কে ভুল কী ন্যায় কী অন্যায়
কোথায় দাঁড়িয়ে কোথায় দাঁড়াব
এসব বিতর্কের কানাগলি
আমি আর মাড়াই না।


মনে মনে গুমরে উঠি নাড়াচাড়া দিই
ফোঁস করে জানান দিই
মানতে বড় কষ্ট হয়
বুকের বাঁ দিকে কেমন মানুষ মানুষ খোঁচা লাগে।


কিন্তু ওই পর্যন্ত, আর না।
সত্যি বলছি
আমি অন্তত এবার
আরও আরও প্রতিবাদ হতে চাই।