মেঘেদের গা বেয়ে যখন গোটা একটা দিন
আজকের মত পাততাড়ি গোটাতে থাকে
গাছের ফাঁকে নরম অবয়বের মত তার ছায়া
পুকুরের জলে নিঃশব্দ হাসি কান্নার খেলা খেলে যায়,
ঝুঁকে পড়া পাতাদের সবুজ সবুজ মন দোলনা
তারই কোন এক দিগন্তের আভাষ এঁকে যায়,
সারা আকাশে বিকেলের উদযাপন লেগে থাকে।
সোজা রাস্তাটা বড় একা হয়ে এগিয়ে চলে
অনাদি অনন্তের সীমারেখা ধরে
মানুষের যাপন হৃদয়ের আঁকবে বলে।