বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে এক বাঙালি জাতি
যাদের আছে রবীন্দ্রনাথ জ্বালিয়ে ভাবের বাতি।
ধনী গরীব ছোট বড় সবার প্রাণের রবি
সবার জন্য সাজিয়ে গেছেন ভাবের ডালি সবই।
সুখে দুঃখে হাসি কান্নায় সব সময়ের সাথি
হারিয়ে যাওয়া পায় ফিরে সে কাটিয়ে ভগ্ন রাতি।
আমার কথা আমার মত তোমার কথা যত
সবই তারই ভাব আঙিনায় খেলছে অবিরত।


ভাবের তিনি যুগ স্রষ্টা সব জীবনে বাঁধনহারা
সবার হৃদে গড়ে গেছেন অনন্তের ঐ গ্রহ তারা।
বিশ্ব প্রাণের সেই সীমানায় আছে ভাবের তপন
যেমন আছে পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণ।