প্রতিবাদে এই হয় ওই হয় এসব পুরোনো রূপকথা
প্রশাসন যা ভাবে তা করে, যতই কষ্টে থাক জনতা।
মেনে নিতে নিতে দেওয়ালে পিঠ ঠেকে কাঁদছে ওরা
দেশ নিয়ন্ত্রণের ছক কষছে ঠাণ্ডা ঘরের সব কর্তারা।
ঠাণ্ডা এই লড়াইয়ে একুশের গুণিতকে ধুঁকছে আইন
কিছু মতলবী ইয়েস বস, চেয়ারে থাকছে আসীন।


যে কোন কর্মপ্রকল্পে দুটো পক্ষ প্রশাসন ও বিরোধী
নাগরিকও মিছিল করে চাই কিংবা চাই না মতবাদী,
আরও যারা সাধারণ তারা গুলতানী মারে যে যার
প্রশাসন যেটা ভাবে সেটাই করে, করছে বারংবার।


তবু প্রতিবাদ হয় প্রতিরোধ গড়ে জনতা একত্র হয়
লাঠিচার্জ ও গুলি গোলা ছুঁড়ে প্রশাসন দেখায় ভয়,
এক দু'জন বা আরও বেশি বলি তো হতেই থাকে
আইনের তাতে কি এসে যায়, সে চলে নিজের ফাঁকে?
প্রশাসন সেই ফাঁকের বোদ্ধা ‌‌‌‌শৃঙ্খলায় নিজের পক্ষে
তাই সে যেটা মনে করে সেটাই করে এটুকুই রক্ষে।