স্কুলের ভেতর আবার স্কুল বাসন্তী রঙ ওড়নায়
পালক সাদা পাঞ্জাবিতে দৃষ্টি বদল আয়নায়
বাঁধন ছাড়া কথাকলি দেয় যে পাড়ি স্কুলে স্কুলে
সরস্বতীর অঞ্জলিতে মর্জি চলে নবীন মর্ম মূলে।


কি যেন কি কয় নি কথা বইয়ের পৃষ্ঠা ছেড়ে ছুঁড়ে
একটু আরও শুনতে চায় পাশের তুমি কেন দূরে?
যাওয়ার পথে আসতে যেতে দেখত যাকে আড়ে
আজ মন্ত্রপাঠের উচ্চারণে বলছে সবই একনাগাড়ে।


আসছে মলয় নম্র পায়ে ছাড়া পাওয়া একলা পথে
বুকের ভেতর কথার নৃত্য দামামা বাজায় সাথে সাথে
বিদ্যাদেবী দাও বিদ্যা এ হৃদয় সুখের অঙ্গীকারে
প্রেমের পাঠে জীবন চলুক বিশ্ব শান্তির অহংকারে।