আমি বাস করি সেই ঐতিহ্য নগরে
যেথানে বেলুড় মঠ আবাহন করে;
বি গার্ডেনেও দাঁড়িয়ে যুগ বট গাছ
পবিত্র গঙ্গার তীরে সমুজ্জ্বল আজ।
উঁচু মাথার ‘নবান্ন’ পশ্চিমবঙ্গের
মঙ্গলা হাটের স্তূপ শুধু পোশাকের;  
বিদ্যাসাগর সেতু ও হাওড়ার ব্রিজ  
যাতায়াতে গাড়িঘোড়া করে গিজগিজ।

ছোটো ছোটো কারখানা শহরের প্রাণ,
লাখো লোক আনাগোনা হাওড়া স্টেশান;
নারায়ণ দেবনাথ ও পূর্ণেন্দু পত্রী
আরো কত জ্ঞানী গুণী ভবিষ্যৎ যাত্রী।
জীবিকায় মুক্ত আলো মুখর স্বপ্নের
ছোট্ট হাওড়া শহর আমার প্রাণের।