প্রকৃতির যত বিড়ম্বনা, মানুষকে নিয়ে
রক্ষক হয়ে প্রকৃতিকে রাখছে কি গুছিয়ে?


ইকোসিস্টেম সর্বত্র রেখে দেয় মানুষকে
উদার প্রকৃতি সহ্য করে মানুষের প্রলাপকে।


সবকিছু ভেঙেচুরে মানুষ গড়ছে প্রাকৃতিক
পশু পক্ষী কীটপতঙ্গ হারিয়ে যাচ্ছে সার্বিক


মেলবন্ধনে বাড়ায় হাত একে অন্যের দিকে
প্রকৃতিও নিজস্ব হতে চায় মর্জির মালিকে।


অভয়ারণ্যেও বাড়ে মানুষের দুষ্টু দাপট
প্রকৃতিও দাঁত মুখ বের করে দেয় ঝাপট


ঠোক্কর লাগা এমন সম্ভাবনায় চলে গবেষণা
মানুষই বাড়িয়ে যায় প্রকৃতির যত আবর্জনা।