ক্ষমতা ছেড়ে মহান হওয়া মানুষের ধাতে নেই
তাই তো তার বোধপরিচয় হারিয়ে ফেলে খেই,
যে করে হোক আকাশকে তার রাখবে ধরাছোঁয়ায়
ইচ্ছে খুশি ঘোরাবে ছড়ি পোয়া বারোর মায়ায়।


এলাকা তার চিহ্নিত থাকে প্রভুর আসনে প্রভু
কোন কিছুতেই হার মানতে চাইবে না তো কভু,
সেভাবেই ঘর সাজিয়ে গুছিয়ে চলছে চলমান
ক্ষমতা তার পৃথিবীর বুকে এমনই আবহমান।


একজন কেউ ছেড়ে দিলে ছিনিয়ে সেই ক্ষমতা
প্রতিদ্বন্দ্বীর লড়াই চালায় পেতে প্রভুর সমতা,
কাঠের পুতুল যদিও সাজায় সিংহাসনের ত্যাগ
গণ্যমান্য ক্ষমতা আসলে খুচরো পয়সার ব্যাগ।