আমি আজ পূর্ণতার স্বাদ গ্রহণে
আপ্লুত জীবন সম্ভোগ রচনা করি ।
নরম কোন ইচ্ছার বিশ্বাসে
ব্যস্ত বাতুলতায় নিজেকে ঢুকিয়ে ফেলি
মোটা দাগের কোন আচ্ছাদনে ।
যারা আদৌ কোনদিন পূর্ণ হতে পারবে না
জেনে গেছে
তারা আর হা-হুতাশ করে না ,
বিন্যাসও করে না সাধারণ জটিল অঙ্কের ;
সময়ের ধাপে ধাপে পা ফেলে
এগিয়ে চলে কালের যাত্রায় ।


জীবিত সত্ত্বা বরাবরই অপূর্ণ,
তাই নুড়ি খুঁজে ফেরে
আদিম শৈল্পিক সম্ভাবনায় ।
আর আমি তখনও পূর্ণতার আস্বাদনে
ব্যস্ত হয়ে উঠি
নুড়ির কণায় কণায় ।।