রবি ঠাকুর সবার ঠাকুর
সবাই পূজো করে
সবার মনের সকল কথায়
কতই না সুর ধরে।


কাব্য গল্প উপন্যাসে
প্রবন্ধ আর গানে
সহজ জীবন লিখে গেছেন
দুঃখ সুখের মানে।


প্রাণের ভেতর প্রাণ ভরিয়ে
প্রভাত রবির করে
রবি ঠাকুর সবার বাঁচা
বলেন শুদ্ধ স্বরে।


শিক্ষা দীক্ষা জ্ঞানের আলো
রবি ঠাকুর সবে
ভাবনা সাগর মর্যাদা পায়
জীবন কলরবে।