আমাকে তুই রক্ষা করবি এই যদি হয় রাখী
তবে কি তুই তৈরি বিপদ অন্য বেশের ফাঁকি?


পৃথিবীর বুকে সুখে দুঃখে থাকে ভাই ও বোন
প্রীতির ডোরে বাঁচে সবাই। ও ভাই, তুই শোন।
রাস্তা ঘাটে পাড়ার মোড়ে যে কেউ আমার ভাই
আমিও যে তার বোন হয়ে সামনে এগিয়ে যাই।
এভাবে মিলন ভাবনাখানি ঘর থেকে শুরু করি
তোর হাতে তাই রাখী পরাই আনন্দে বুক ভরি।


মিলনের এই উৎসবক্ষণে ভাইয়ের মনে হোক
রাখী আসলে সব বোনদের ভাই আপন লোক।
একে অপরের পরিপূরক বন্ধনে থাক জড়িয়ে
বিশ্ব জুড়ে রাখীই দিক হৃদয়ের শান্তি ভরিয়ে।