ঘুড়ি মানেই রঙের মেলা
নীল আকাশের পাখনা
যায় উড়ে সে অনেক দূরে
ছেড়ে মাটির বায়না।


হাতে থাকে লাটাই আমার
তাকাই আকাশ পানে
হাওয়া যতই নাচাক ঘুড়ি
থাকে আমার টানে।


কত জীবন এমনই উড়ে
রঙের নেশায় মেতে
কিন্তু তার টান থেকে যায়
অন্যের অধীনেতে।


করলে মনে মাঞ্জা কেটে
করে দেয় ভোকাট্টা
কিংবা গাছে লটকে থাকো
জীবন হবে খাট্টা।