একটা দেশ আর একটা দেশের থেকে বাঁচার জন্য
আরও উন্নত আরও উন্নত গোলা বারুদ বন্দুক
সেনাবাহিনী গেরিলাবাহিনী প্রতিরোধবাহিনীর গড়ে তুলতে বাধ্য হচ্ছে।
এর জন্য প্রতিটি দেশ তার পুরো বাজেটের
প্রায় অর্ধেকের বেশি খরচ করছে।
এসবই মানুষ মারার জন্য
মানুষকে বাঁচানোর জন্য
রাষ্ট্র সেরকম খরচই করে না।


অথচ প্রতিটি মানুষের নিজেকে বাঁচানোর জন্য
সবচেয়ে বেশি খরচ হয় চিকিৎসাতে,
তার আয়ের প্রায় অর্ধেকের বেশি।


তবু চিকিৎসা বিজ্ঞান কতটা অবহেলায়
তা আজ চোখে আঙুল দিয়ে
প্রতিটি রাষ্ট্রকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিচ্ছে
ক্ষুদ্রাতিক্ষুদ্র এক অদৃশ্য কণা।


প্রতিটি দেশ যদি প্রতিটি শিশুকে শিক্ষা দিত
তাহলে সেই দেশের প্রতিটি শিশু হত
সেনাবাহিনীর এক একজন।
তারা মানুষ বাঁচানোর জন্য
এক একটা জীবন হত,
এক একজন স্বাস্থ্য সচেতন নাগরিক হত।
সেখানেও রাষ্ট্রের খরচ খুবই ন্যূনতম।


প্রতিটি দেশ আর একটা দেশের সঙ্গে
এক বায়বীয় প্রতিযোগিতা করে
ক্ষমতার প্রলোভন দেখায়
ফলে প্রত্যেকে প্রত্যেকের থেকে আলাদা হয়ে পড়ে
প্রতিহিংসা পোষণ করে
চাপা নিশ্বাসে তাই কোথাও কোথাও
সন্ত্রাসবাদ গড়ে ওঠে
অনেকের মধ্যে চলতে থাকে
ধ্বংস করার মনোবিজ্ঞান।
খেতে না পাওয়া পরতে না পাওয়া
ভাল না থাকতে পারার অবহেলা কুরে কুরে খায়,
আইনের অপব্যবহার ক্ষমতার অবমূল্যায়ন
নিয়ম নীতির একচোখা মনোভাব
ভেতরে ভেতরে বহু রাষ্ট্রকে অন্তঃসার শূন্য করে তুলেছে
রাষ্ট্রের মানুষ হয়ে উঠেছে বেপরোয়া দায়বদ্ধহীন
ফলে প্রতিটি মানুষের শরীর হয়ে উঠেছে
রোগ জীবানুর রামরাজ্য।
সেখানেও রাষ্ট্রের খরচ নামমাত্র।


তাই রাষ্ট্র তুমিও জীবন হও
জীবনের কথা ভাবো
জীবনকে ভাবো।