মনের ঠাকুর প্রাণের ঠাকুর সবার ঠাকুর রবি
কাব্য গল্প গানে লেখেন ভাব জীবনের ছবি।
সুখে দুঃখে হাসি কান্নায় মানুষ মোহ মাঝে
সব সময়ে মন ভালো হয় প্রেরণা পাই কাজে।


সাহিত্য রূপ ভাষার বৃক্ষ রবি ঠাকুর আলো
ভাষার প্রাণে সুর দিয়েছেন কথার যত ভালো।
তাই বৈশাখের পঁচিশ এলে জীবন ছন্দ তানে
চির নবীন রবীন্দ্রনাথ থাকেন সবার প্রাণে।


সহজ পাঠ ও সঞ্চয়িতার সুবাস লেগে আছে
আলোকের এই জীবন ধারা পাই যে আরো কাছে।
রবি ঠাকুর সবার ঠাকুর সব জীবনের পাশে
অভয় বাণী হৃদয় মণি সবাই ভালোবাসে।