সুখ কিনতে হাটে বসেছে রক্তপাতের মেলা ,
তাতেই তুমি খেলে হোলি পরছ সুখের মালা ;
পকেট ভর্তি রেখে কেন জন-ক্ষমতার পরাণ  
হাটকে তুমি নাও কিনে নাও তুমি জন মহান?
এ রক্তে দেশ গড়ে. সংগ্রামী আনে স্বাধীনতা
তোমরা বাঁচতে রক্ত খেলা তারই জীবনকথা ;
সমাজ চিত্রে কত গোষ্ঠী, সবাই শুধু আমরা
এ রক্তেই যাক বয়ে যাক মানব জীবনধারা!


নিন্দুকেরা যতই বলুক নীতির তুমি রাজভোগী
নাগরিক সুখ একেই বলে রক্ত বিষম সোহাগী,
হাট উঠে যাবে ঠাণ্ডা রক্তে বিছানা হবে বিক্ষত
জীবনকে দেখবে নরক রঙিন কাঁটায় ভরা বিব্রত ।
মাটির গন্ধে রক্ত চিনলে রক্ত বলবেই কথা
তুমি তখন আমরা আলোয় বাঁচা রক্তের গাঁথা।