আবির রঙে রাঙিয়ে নিতে
আয় সবাই আয়
বসন্ত ঐ ডাক দিয়েছে
আয় রে চলে আয়,


দুয়ার খুলে দেখ নাট চেয়ে
রঙ মেখেছে তাই
খুশিতে আজ সীমা হারায়
নাচের তালে ভাই।


দোদুলদোলে প্রজাপতির
পলাশ রাঙা ঘাসে
কৃষ্ণচূড়া রঙ সাজিয়ে
খিলখিলিয়ে হাসে।


বাইরে ঘরে লেগেছে দোল
আয় বিভেদ ভুলে
বকুলতলা ছেয়েছে ওই
হলদে সাদা ফুলে।


আয় ছুটে আয় বসন্ত রঙ
রাঙা পথের বাঁকে
জীবনে আজ রঙ ভরে নে
হোলির রঙে ফাঁকে।