অফিস থেকে ফেরার পথে
চা দোকানে প্রায়ই দেখি।


সুন্দর প্রাণখোলা
ঝাঁকড়া চুল
সাদা চোস্তা পাঞ্জাবি
পাশে লাল পালসার।


একদিন সাহস করে
চা-ওয়ালা ছোটকাকে জিজ্ঞেস করলাম - লোকটা কে রে ?


কিছুক্ষণ আমাকে দেখল
তারপর চায়ের কাপ ধরে
ফিসফিস করে বলল - জগাদার নাম শোনো নি?
ঘোষপুরের জগাদা - ই--নি--!
জগাদা মানে ডাকাতি, খুন, রেপ এমন কি ----


তারপরেও দেখেছি
সুন্দর হাসে, কথা বলে।
একদিন ছেলে বউয়ের সঙ্গে
কোথায় যেন যেতে দেখলাম।


সাহস করে আলাপ হল;
বলল - তুমি, কবিতা লেখো?
আমি তোমার ভাষা জুগিয়ে যাব।
আমাদের সময় শুরু যেখানে
সেখানে তোমাদের যাত্রা শুরু।
শুধু এই যাত্রার শেষ কোথায়
কেউ জানে না।
তুমি তো কবি
শেষ ছন্দটা ধরতে পারো কি না দেখো!


সেই চেষ্টায় আছি;
খবর পেলে তোমাদের জানিয়ে দেব।  
তখন আর কবিতা লেখার দরকার হবে না।