শব্দের সোজা পথে হাঁটা
তোমার কাছে শেখা
কিশোর নীললোহিত যেন
নিজের চোখে দেখা,
জীবন অর্ধেক পূর্ব পশ্চিম
কিংবা চারদিক ঘেরা
সেই সময় তো আজও আছে
সুনীল গাঙ্গুলি ডেরা।
নীরা আছে বকুল ফুলের
নির্ঝর ভালোবাসায়
নেই নিয়মের আচারে বিচারে
সাহিত্য পথ পায়।
তোয়াজ করা অক্ষর শাসন
ভাষা ধরেছে হাত
সন্তুর সাথে কাকাবাবু
হাঁটছে দিন রাত।