সাম্যের গান গাহিয়া মানুষ জাতির
অগ্নিবীণায় ঝংকারে বার্তা যে শান্তির
বিশ্ব জুড়ে বীর গাঁথা গাইছে কলমে
বিষের বাঁশি বাজিয়ে কাঁদছে মরমে ।
আগুনের ফুলকি ঐ ফুটছে ফাগুনে
ভরসার গান গেয়ে ছন্দের স্বগুণে,
খুকুমণি দোর খোলে দোলে ঝিঙে ফুল
জীবনকে এক সুরে বাঁধে নজরুল ।।

কষ্টের শুন্য খাঁচায় প্রকাশিত প্রাণ
বিদ্রোহী সে রণক্লান্ত করে প্রেম গান
একই বৃন্তের ফুল ফুটিয়ে আকাশে
শুকনো পাতা নূপুর বাজায় বাতাসে ।
মানবতার কথায় মন বুলবুল
চেতনায় অনাবিল কবি নজরুল ।।