আচ্ছা, বলুন তো মশাই। কারা থাকে সরকারে?
কেন তাদের ডেকে পাওয়া যায় না দরকারে?
তারা তো আমার আপনার মত কেউ না কেউ,
কেন তারা আম জনতাকে ভাবে শুধুই ফেউ?
পরিসেবা দিতে তাদের কেন এত উদাস মন্ত্রণা?
তারা কি সত্যিই বোঝে না পাবলিকের যন্ত্রণা?
তার অফিসের বাইরে সেও তো এক পাবলিক,
অন্য সব কাজে সেও কি পায় না কষ্ট সার্বিক?
এই যে জল নেই, আসে নি বিদ্যুৎ, কতদিন হল;
ঝড়ে পড়া কত গাছ কত কি বিকল করে গেল,
এসব কিছু না করা সরকারের ভূমিকা কি স্পষ্ট?
তাহলে কি সরকার মানে পাবলিকের যত কষ্ট?


সরকার আসলে কাজ করে আইনি ব্যবস্থায়,
চাইলেও কিছু করতে পারে না নিজের ইচ্ছায়।
কিছু প্রোটোকল, কিছু বাধ্যবাধ্যতা, আছে তো!
তাতে সে নিজেও আলাদা, নিজেকে জানে তো!


সরকার তো শুধু ভোটে জেতা লোকজন নয়,
অফিস চালানোর জন্য অনেক কর্মচারীও হয়।
সবাই মিলেমিশে পাবলিকের করলে দেখাশুনা
সব কাজে থাকবে সরকার করবে আনাগোনা।