মানুষের কি বিবেক থাকতেই হবে?

জননেতা বলল - কে বিবেক?
কই কোন মিটিং এ তো তাকে দেখি না।
গরীব বলল - না বাবু। জানি না তো।
এ রকম কোন বাবুর বাড়িতে
আমি কক্ষনও কাজ করি নি।
ধনী বলল - এইসব কপচানো তোমাদের পুরোনো স্বভাব
কি হয় ওইসব ছাই পাঁশ বিশ্লেষণে।
পণ্ডিত কহিল - অবশ্যই। আমি তো তারই ধারক।


তারপর গরীব বড়োলোক জননেতা কর্মচারী
সবাই ছেঁকে ধরল পণ্ডিতকে
আমরা সব কাজ করে যাচ্ছি
আর তুমি?
আমরা তাহলে কে? মানুষ না? বিবেক আবার কি?
এইসব প্রশ্ন তুলে দিনরাত মানুষের মাথা খাচ্ছো?
দাঁড়াও দেখাচ্ছি মজা।


সেদিন থেকে রাষ্ট্রে শুধু
চোখ মুখ হাত পাওয়ালা
মাথাবিহীন জীবের বসবাস।