যাই কর তাই কর মানুষ কখনো হবে না রোগমুক্ত
রোগ জ্বালা যন্ত্রণা সাথে করে হতে হবে কর্মে যুক্ত
মড়ক মহামারী ভাইরাস জীবাণু আসবে চলে যাবে
মানুষ মানুষের মত বেঁচে বর্তে জীবন খুঁজে পাবে।


এই জীবনের জন্য মানতে হবে বেঁচে থাকা নির্দেশ
নিজের সোজা দাঁড়ানো ভেবো না অন্যের আদেশ।
স্বাস্থ্যের চেয়ে বড় সম্পদ পৃথিবীতে আর কিছু নাই
এই রোগ খেয়ে নিতে পারে এই বিশ্বের তাবড় ঠাঁই।


তাই যাই কর বাঁচার নিয়ম মানলে হবে রোগমুক্ত
বুক ফুলিয়ে তখন বিন্দাস হতে পারবে কর্মে যুক্ত।
শরীর ও মনের কিছু জীবন পর্যালোচনায় চললে
মানুষ নিজেকে নিজে ঠিক রাখতে পারবে আগলে।


তাই যাই কর না কেন কখনই হবে না রোগ মুক্ত
রোগ জ্বালা যন্ত্রণা সাথে করে হতে হবে কর্মে যুক্ত।