যুগ যুগ কোন চাকা থামে নি তুমিও চলমান
সেলাম তোমায় সেলিম, অমরনাথে বহমান
কর্তব্যে অনড় তুমি দায় ও দায়িত্বে নিষ্ঠাবান
তোমার উদাহরণে তুমি, মানুষ শ্রেষ্ঠ মহীয়ান।


পুণ্য আসলে মানুষের মাঝে নেই কোন তীর্থে
সেলিম তাই করল প্রমাণ সবার জীবন স্বার্থে
অনেক হয়েছে আর নয় ভাই,  ধর্ম ধর্ম ধর্ম
যুগ আসলে বাঁচিয়ে রাখে মানবিকতার বর্ম।


ধর্ম কোনদিন বাঁচাতে আসে নি এসেছে সহৃদয়
সেলিম তুমি তেমনি মুখ জীবনের পরম আশ্রয়
এমন সংগ্রামে ঠিক একদিন মুখ লুকাবে সন্ত্রাস
জীবনের চেয়ে বড় কিছু নয় জীবনের আশ্বাস  


সেলাম তোমায় সেলিম, আবারও করি সেলাম
তোমার মত সবাই হোক সুন্দরের শুভনাম।