রক্তচক্ষু লোলজিহা ক্ষুব্ধ কাপালিক    
হিংসার অস্ত্র সজ্জায় চলছে দাম্ভিক ,
ভেঙেই গুড়িয়ে দেয় জ্বালিয়ে আগুন
ক্ষমতালোভী পুঙ্গব যুক্তির নির্গুণ ;
দিকে দিকে হুংকারেই দল মিছিলের
দাবি মানাতেই করে নানান ছলের ;  
হাতুড়ি পাথরে গড়ে দেশের সঞ্চার
জাহির উন্নতি মান , ভাল , কিন্তু কার ?


সাধারণ ভয়ে কাঁপে বাঁচবে কিভাবে
সমস্ত মেনেও শান্তি অধরা অভাবে ;
যাদের কাঁন্দের ভরে উঠেই বিস্মিত
শাসন ত্রাশন পাল্টে মৌলিক বিঘ্নিত ,
সাতকাহন জীবনে এমনি চরিত্র
দেশ কাল পাত্র ভেদে ছড়িয়ে সর্বত্র ।।