আজ আর কোন বিড়ম্বনায় ফেলব না । বাঁক নেওয়া মোড়টায় এত বড় গাছটাকে কে যেন খোঁজা দিয়ে শেকড়ে টান মারছে । তুমি কি জান? গাছটা আমাদের আর পথের ছায়া হয় না , শ্বাস দেয় না , মেঘেদের সাথে গল্প করে এমনকি বৃষ্টিটুকুকেও ডেকে আনে না । বলে কি জান - আমি কি সব করব ? আর কি কেউ নেই ? যারা মাতব্বরি করে তাদের কাছে যাও না ।
এখন দুর্দিন । গর্মি ঘামে দিন পেরিয়েও দিন কাটে না । কোথায় যাব বল ? কাছে এসেও কাছাকাছি হারিয়ে যায় । আবার সেই নাইটুকু জড়িয়ে বাঁচা। পাতা ঝরিয়েও পাতায় পাতায় বাঁচা শিখেছি এই গাছে।
মোড়ের বাঁকা রাস্তা নিজের দৃষ্টিতে সোজা ফলের দিশা খুঁজে দেওয়া গাছটা আজ বিড়ম্বনায় ফেলে দিল ।
দিশাহীনে তুমি দিশা। তাই দু একটা কথা জানিয়ে রাখি । যদি হৃদয়ের কোলে আবার হৃদয়ের জন্ম হয় আর গাছের ছায়া আরো প্রসারিত হয় তাই তোমাকেই আমি তুমি হলাম ।