রাতের আকাশ স্নিগ্ধ মায়ায়
হিমেল শিশির ঝরায়
প্রাণের পরশ লেগে থাকে
কচি ঘাসের আগায়।


শীতল হাওয়া ঝিরিঝিরি
বইছে গাছের পাতায়
নীরব ভাষায় শুনশান পথ
কাঁপে আলতো ছোঁয়ায়।


চাদর মোড়া কুয়াশাতে
ভোরের মিষ্টি হাওয়ায়
সকাল রোদে ঘাসে ঘাসে
রামধনু রঙ ছড়ায় ।


পা ডুবে যায় শিশির ধোয়া
প্রভাত হাঁটা চলায়
পুকুর পাড়ে কলা পাতা
যেন চামর দোলায়।


বারো মাসের শিশির বরণ
শান্ত সকাল বেলায়
পুব আকাশে সূর্য শোভা
আবার জীবন জাগায়।