শীত আনে না সবার জন্য
হাসি খুশির দিন
শীতের কাঁপন বেশি বোঝে
যারা বস্ত্র হীন।


ঝুপড়ি ঘরে বাতাস ঢোকে
কাঁপে সারা রাত
ছেঁড়া কাঁথায় টানাটানি
ঠাণ্ডায় কুপোকাত।


গরম কাপড় পায় না মোটে
দিনের আলো চায়
দিনের সূর্য অল্প আলোয়
অস্তাচলে যায়।


ধনী মানুষ শীতের কালে
আরামে দেয় ঘুম
নানা রকম খাবে দাবে
চড়ুইভাতির ধূম।


গরীব যারা শীত ঋতুতে
কষ্ট তাদের হয়
শীতের আমেজ তাদের কাছে
দুঃখ হয়েই রয়।