শব্দের গা বেয়ে শব্দ ওঠে আর নামে
আরো শব্দের বিন্যাসে শব্দ মুখ তুলে ,
শব্দকে আহ্বান করে বেশ উচ্চ গ্রামে ;
এভাবেই ঘোরে ফেরে শব্দ পথ ভুলে ।
শব্দেরা মিছিল করে বুকে শব্দ খোঁজে
নিঃশব্দে কাজ করেও শব্দ কথা বলে
সত্য শব্দের উল্লাসে পৃথ্বী প্রাণে বাঁচে
মহাজাগতিক শব্দ চক্রব্যূহ খেলে ।


হৃদয়ের সুরে শব্দ মুক্তি গান গায়
অচেনা জীবনে শব্দ আলো এনে দেয়
সহসা শব্দের খেলা শান্তি হতে চায়
শব্দের ভেতরে শব্দ কোলে তুলে নেয় ।
তবুও মুখে আঙ্গুল করবে না শব্দ
হৃদয়ে শব্দের ঢেউ কে করবে জব্দ ?