মিলনে সব মেলা হবে তবু হবে না বইমেলা
যাও সরে যাও, ও হে লিটল ম্যাগাজিন
বই টই নিয়ে সংস্কৃত সদনে চলবে না খেলা
ভাবনার রাজত্বে শব্দকে আরও করছে সঙ্গিন।


ছোটো ছোটো ভাব জীবনের মেলবন্ধন
শব্দের সাগরে করে অবগাহন স্নান
প্রতি বছর সেই উন্মাদনায় অক্ষরের গ্রন্থন
আকুল প্রস্তুতি গড়ে সাহিত্য মহান।


তারপর চক্কর এখানে নয় ওখানে যাও
খুঁজে ফেরো, যদি মত বিনিময়ে চাও নতুন শব্দ
কালঘাম ছুটিয়ে তবেই মোক্ষ খুঁজে পাও
এমনি শাসনে শাসিত আজ সাহিত্য জব্দ!


দূর দূরান্তের শব্দ তবু ব্রহ্ম হয়ে ধেয়ে আসে
উপেক্ষা সঙ্গে তার জানে লিটিল ম্যাগাজিন
তাই আরও শব্দ ভাসায় কলকাতার বাতাসে
যতই সরকারি কর্তৃপক্ষ হোক উদাসীন।