ঠায় রৌদ্রে হাঁটছে অনেক একা
জিজ্ঞেস করলাম - তোমরা কিছু ভাবো নি?


ওরা বলল, ভাবতে বসলে মন নাড়াচাড়া
ভুলে যাব শস্যের দানা
তার চেয়ে এই শরীরের শ্রম দান
বেঁচে থাক আপাদমস্তক।


বৃষ্টি এসে গেল
মাথার মধ্যে মানুষ মানুষ খেলা
গাছের ছায়ায় জীবন আঁকা
বেঁচে থাকার ঘুর্ণাবর্তে
শুধু শরীর চলেছে অনেক, একা।