শ্রাবণ মাসের বাইশ এলে
রবীন্দ্রনাথ মনে পড়ে
এক জীবনে হাজার জীবন
মেঘ হৃদয়ে বৃষ্টি ঝরে।


সুর বেঁধেছে কথার বাঁধন
গাইছে দূরে অনন্তলোক
পথিক আমরা পথ খুঁজে পাই
মৃত্যু যাপন নাই কোন শোক।


গল্প কথায় ছন্দ তানে
আর যেখানে মেঘের খেলা
সবার বুকে সঞ্চয়িতা
গীতবিতান সারাবেলা।


সবার ঠাকুর রবি ঠাকুর
দাঁড়াতে হয় হৃদয় দ্বারে
প্রতিদিন পাই বাঁচার আলো
এই দেশে এই অন্ধকারে।


শ্রাবণের এই টাপুর টুপুর
বৃষ্টি পড়া আকাশ দিনে
এই পৃথিবী থাকবে মুখর
রবি ঠাকুর কথার ঋণে।