যে কোন অবস্থানের কিছু তো আছে বিরুদ্ধতা
তার দু একটায় ছিপ ফেলে ছড়িও না অস্থিরতা,
গোলাপের নীচে কাঁটা থাকবে সেটাই প্রাকৃতিক
নিয়মে থেকেও কিছু অনিয়ম খেলবে নাগরিক।  


যেখানে যে একচ্ছত্র সেইই তো এনেছে নিয়ম
অবস্থানের গড্ডলিকা তাকে পালন করে স্বয়ম,
সেই মত সেই অনেক চলায় থাকবে অনাচার
তার মানে কি সিস্টেমটাই অবৈধ অনধিকার?


ভালো হবে ভেবে পদ্ধতিতে আনছে অন্য ভাব
নিজের ভালো অন্যের ভালো ভালো করা স্বভাব;
সেই স্বভাব ভাঙতে চাওয়া বিরোধীর বিরুদ্ধতা
যদি ইস্যু করে নামিয়ে আনে প্রতিবাদী মত্ততা;
তাহলে দেশ দেশ নয় আমাদের ছোট্ট ছোট্ট কুঠি
শুধু বাস করি আর বাঁচিয়ে রাখি ইচ্ছের কাটাকুটি।