জীবনের যত ব্যথা
মনে পড়ে কত কথা
করেছে আমাকে ছারখার,
আমি দেখি তার ভালো
বুকে যার আছে ভালো
ঘিরে আছে খুশি চারধার।


স্মৃতির সরণি বেয়ে
মোহ শুধু আসে ধেয়ে
কি বা ফুল ফোটে বাগিচায়
নানা রঙে তার শোভা
আছে সেই মনোলোভা
চোখে রিমঝিম ঝরে আঙিনায়।


বাক্য সুরে তাই বলি
দূর দেশে তাই চলি
তবু ফিরে আসি বার বার
তুমি আছো হৃদ মাঝে
মনের সকাল সাঁঝে
আর সব মিছে পারাপার।


আশা আছে তাই সব
করি শুধু কলরব
কি যে ভালো লাগে চারিপাশ
চেয়ে দেখি ফুল বনে
ভ্রমরের ঐ গুঞ্জনে
আমাদের প্রেমের আকাশ।