ছেলে এসে বলল - আমি স্বাধীন
আমাকে কিছু বলতে পারবে না
বললে, আমি তোমাদের
স্বাধীনতা কাকে বলে বুঝিয়ে দেব।
মেয়ে বলল - পুরনো বস্তা পচা আর ঘেঁটো না
এবার স্বাধীন বাঁচা বাঁচতে দাও
না হলে বুঝিয়ে দেব স্বাধীনতার মারপ্যাঁচ।


বাহাত্তর বছরের বাবা মা
আরও স্বচ্ছ মানুষ ভাবনায়
ত্রিরঙা হাতে শান্তির দোরগোড়ায়
স্বাধীন ছেলের ঘরে ফেরার প্রতীক্ষা করে
মেয়ের নিরাপদ যাত্রাপথ।


এমন জীবনের দিকে
স্বাধীন দেশ তাকিয়ে থাকে।