যতটা তুমি জমতে দেবে
তার চেয়ে বেশি জমে
ছুটে আসবে ভেসে যাবে ভাসিয়ে দেবে
তোমার হৃদয়


স্রোতের ভেতর সে নদী বানিয়ে
পরান মাঝির সংসার
ঘোমটা টানা বৌটার পুকুর ঘাট
পুঁটি মাসির উঠোন
দামাল ছেলের বাঁশির সুর
সব কিছু ধুয়ে মুছে সাফ করে
আবার সে নতুন পাললিক হবে।


তাকে জমিও না
বইতে দাও।