শীতের রাতে রাস্তায় যারা
চাইছে গরম জামা
তাদের জন্য আর একটু তাপ
দাও হে সূয্যি মামা।


বইছে বাতাস দিচ্ছে কাঁপন
সারা শরীর জুড়ে
গরম তাপে আরও একটু
তাদের রেখো মুড়ে।


উড়াল পুলের কোণায় ওরা
শুয়ে গুটিশুটি
ঠকঠক করে কাঁপছে দেখো
পায় নি খেতে রুটি।


ত্রিপল ঘেরা বস্তি ঘরে
বাতাস ঢোকে ধীরে
শীত ঋতুতে সূয্যি মামা
থেকো ওদের ঘিরে।


গবীর মানুষ গরম জামা
খোঁজে বাঁচার আশা
সূয্যি মামা দাও ছড়িয়ে
তাপন ভালোবাসা।