সূত্র মেলাতে না পারলে রাগ উঠে চরমে। সেই রাগকে গুলে খেয়ে যদি ঝাঁপিয়ে পড়ি তাহলে ঝড় কথা বলে, ঢেউ লাফিয়ে ওঠে, স্থির মাটিতেও আমি কেঁপে উঠি।
তারপর সূত্রের দিশায় সম্ভাবনা দানা বাঁধে। চারা গাছ মহীরূহের দিকে মুখ বাড়ায়। ফুল ফল আপন নিয়মে নিয়মিত হয়। রাগের সেইসব উইটিপি, কাদার সাথে ক্ষত রেখে যায়।
ক্ষতও সেরে যায়। নতুন দ্বার খুলে সম্পর্কে হাতছানি হয়। চিনে নেওয়া লোকালয়ে আবার বৃষ্টি নামে। স্নিগ্ধ বাতাস বয়। চর্চিত জীবনের চর্চায়।