মুক্ত আমি স্বাধীন আমি 
ছিঁড়েছি শৃঙ্খল
অরুণোদয়ে হেঁটে চলেছি
আনন্দ বিহ্বল 
সম্মুখে আজ পথ পেয়েছি
এগিয়ে দিগন্তে
সাথে আমার কে আছে নেই
থাক না অজান্তে
বাধ্য হয়েই জড়িয়ে বাধায় 
ছিলাম যুগ যুগ
এবার আমি আকাশ হবই
দেখব জীবন মুখ 
একটা একটা ভাঙব শিকল
আনব মুক্তি আলো
স্বপ্ন দেখার আগামী আজ
তুমিও হৃদয় জ্বালো
রুদ্ধ আমায় পারবে না আর
বাঁধন করে রাখতে
এক জীবনে বাঁচব হাজার
স্বাধীন অনন্তে।