দাঁড়াই এসে হিজল গাছের
বাতাস ভরা ছায়ায়
মনের কথা বলব বলে
হৃদয়ের সাধনায়,
তোমার কাছে আজ এসেছি
দু হাত ভরা ফুলে
স্থান না দিয়ে তুমি সবই
গেছো সবই ভুলে।


ললাট মানা টিপ পরানো
শিশির মাখা চোখে
হাত ভরা ঐ কাঁচের চুড়ি
রাঙারাঙা ঠোঁটে,
শাড়ির আঁচল সবুজ সবুজ
হাল্কা রঙের দাগে
আলতো ছোঁয়া আলতা মতন
মুক্তো মত রাগে।


বাজতে গিয়েও বাজছে নুপূর
শব্দ রিনিরিনি
ফুল পরীদের দেশে দিশে
তোমায় যেন চিনি,
এমন করে মনে সাজাই
মনে আমি তোমায়
ফুলের মালা যেমন শুধু
শুধু তোমায় মানায়।


তবু আমি তোমার কাছে
পেলাম শুধু ব্যথা
আমার কাছে আমার মত
রয়ে গেলে কথা,
ভালো তুমি বাসতে পারো
কিংবা করো ঘৃণা
মানুষ মাঝে দাঁড়াও তুমি
আমাকে ভুলো না।