নিজের স্বার্থ সবার আগে
তারপর ভাবে পর
মানুষ এমন সহজ মনের
আগে গুছায় ঘর।


ঘর গুছাতে লোভ লালসায়
করে অসৎ কাজ
মানবতা যায় সে ভুলে
পায় না কোন লাজ।


ভাল মন্দ ন্যায় অপরাধ
খুঁজছে নিয়ম ঠিক
নিজের স্বার্থে গণ্ডি কাটে
মানুষ চারিদিক।


সবাই এমন স্বার্থ চিন্তায়
দিচ্ছে মগ্ন ডুব
সবাই ভাবে অন্যের স্বার্থ
দেখছি আমি খুব।


কিন্তু মানুষ স্বার্থবিহীন
অন্যকে কি দেয়?
পারের কড়ি জমার ঘরে
শূন্য করে নেয়।