তালের বড়া তালের বড়া তুমি মস্ত পিঠে
মাতাল করা গন্ধ তোমার দারুণ কড়া মিঠে,
চালের গুঁড়ো মিশিয়ে ভাজে বাঙালি ঘরে ঘরে
সুবাস তোমার ছড়িয়ে পড়ে এই বৃষ্টি ভাদরে।
একটা দুটো খেতে খেতে লালায় ভরে নোলা
দোষ দিও না পেটুক আমি ওই ও-পাড়ার ভোলা।
এসব নিয়ে দু চার কথায় লিখে ফেলি ছড়া
ও আমার সাধের পিঠে আমার তালের বড়া।