মা দেখো, এ গাছটায় কি সুন্দর ফুল।
মা বলতো - ও গাছটা আমাদের না।
মা দেখো, এই মাটিতে কি সুন্দর চাঁদের আলো।
মা বলতো, ও মাটি আমাদের না।
মা দেখো, এই মাঠে কি সুন্দর সোনালী ফসল।
মা বলতো - ওই মাঠ আমাদের না।
মা দেখো, এই পুকুরে কি স্বচ্ছ টলটলে জল।
মা বলতো, এই পুকুর আমাদের না।


এভাবে সারা পৃথিবী
মানুষে মানুষে ভাগাভাগি হয়ে গেছে
বিনয় জানে না,
ও সব কিছু শুধু দু চোখ ভরে দেখে
আর দেখায়।
দেখতে দেখতে মায়ের হাত ধরে
আস্তানা খোঁজে,
যেখানে যায় সেখানে সবাই বলে
- যা সরে যা। ওদিকে যা।
এখন বস্তিতে বিনয়
সবিনয় নমস্কার করে এই পৃথিবীকে।