তুমি আমাকে চাও না
তাহলে কাকে চাও?
ভালো করে ভেবে বল
কার কাছে কি পাও?
আমি না থাকলে অন্য
কেউ না কেউ থাকবে
তাকে কি সত্যি সত্যি
সবার ভালো লাগবে?
অন্য কেউ যদি বলে
তাকে আমরা চাই না,
তাহলে কাকে চাও
তুমি কি প্রশ্ন করবে না?


চেয়ারের এই খেলায়
কেউ না কেউ বসবে
কারো না কারো তাকে
খারাপ তো লাগবে?
সেই ভাল বা মন্দ লাগা
একক বিচারে হয় না
তুমি তখন পার্টির কথা
কেন নিজে বলো না?
তুমি ঠিক কাকে চাও
তাহলে? তুমি জানো না?
শুধু শুধু কেন বলছো
তোমাকে আমি চাই না।