ভুল ধরা স্বভাবে, আমি তোমার ভুল ধরি
শুধরানো সুযোগে তাকেই শুদ্ধ করে গড়ি,
তুমি ভাবো আমি শুধু তোমাকে দোষ দিই
আসলে আমি তোমাকেই সঙ্গে ভেবে নিই।


আমার কর্মের মাঝে যেটুকু যা পেয়েছি খুঁত
যে বিসর্গ চক্রব্যূহে আমার কেটেছে অভিযুত
তারই কিছু ফুলেল সংগ্রহের সৌরভ পাঁপড়ি
দিয়ে যেতে করি আমি, সংশোধন সরাসরি।